BY- Aajtak Bangla
13th April, 2024
অনেকেই সাদা চুলে স্বস্তি বোধ করেন না, রং করান নিয়মিত।
কিন্তু কলপ বা রং করার পর চুলের ক্ষতি যে হচ্ছে সেটা অনেকেই বুঝতে পারছেন না।
তবে বাড়িতেই কলপ বা ডাই ছাড়াই চুল রং করা যায়। আর সেটা চুলের জন্য খুব ভাল। জানুন উপায়।
প্রাকৃতিক উপায়ে চুল রং করার জন্য বিটরুট খুব ভাল। তুলায় বিটরুটের রস ভিজিয়ে চুলে চেপে চেপে লাগিয়ে নিন। এপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। চুল কাল দেখাবে।
কফি খুব ঘন করে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর তুলার সাহায্যে চুলে লাগান। চাইলে অ্যালোভেরা জেল মেশাতে পারেন, এতে করে ক্রিমজাতীয় ভাব চলে আসবে।
চুলে লাগানোর পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিন। ঘরোয়া এই দুই পদ্ধতিতে খুব সহজেই চুল কালো করা যায়।
নারকেল তেল ও কারিপাতাও খুব কার্যকর চুল কালো করার ক্ষেত্রে।
নারকেল তেলের সঙ্গে কারিপাতা মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। এরপর তেল ঠান্ডা হলে বোতলে পুরে রাখুন।
নিয়মিত এই তেল মাখলে চুল কালো থাকবে। সাদা চুল হবে না।