BY- Aajtak Bangla
09 AUGUST, 2024
সামনেই লং উইকএন্ড। কিছুদিনের মধ্যেই শুরু হবে পুজো। পুজো এলেই লম্বা ছুটি। আর সেই ছুটিতে পাহাড়ে ঘুরতে যেতে চান সকলেই।
ডেস্টিনেশন ঠিক করা মাত্র টিকিট কেটে নিতে হয়। বিশেষত, ছুটির দিনগুলো। টিকিট কাটার ঝক্কির পর আসে হোটেল বুকিং।
মনের মতো হোটেল, বাজেট ফ্রেন্ডলি ঠিকানা খুঁজতে কালঘাম ছুটে যায় বাঙালির।
আজকাল ৫ দিনের ট্রিপে গেলেও প্রচুর টাকা খরচ হয়। এর মধ্যে কম খরচে ভাল হোটেল খুঁজে বের করবেন কীভাবে?
১৫ অগস্ট, দুর্গা পুজো ও দীপাবলি, ক্রিসমাস, ৩১ ডিসেম্বর এই সব সময় ভাল মানের হোটেল কম খরচে খুঁজে পাওয়া খুব চাপের।
হিল স্টেশনে যেতে হলে তো কথাই নেই। ভাল মানের হোটেল পেতে কালঘাম ছুটে যায়।
দেখে নিন কোন কোন হোটেল নতুন তৈরি হয়েছে। সেখানে কম ভাড়া ও ভাল পরিষেবা পেতে পারেন।
শেষ মুহূর্তে হোটেল বুকিং করলে অনেক অঙ্কের টাকা খরচ হবে। তাই আগেই হোটেলও বুক করে নিন।
এভাবেও কিন্তু হোটেলের খরচ কমাতে পারেন। অনলাইনে হোটেল বুকিংয়ের সময় রিভিউ পড়ে নেন ভাল করে।
সেখানে কোনও ডিসকাউন্ট কুপন আছে কিনা, সেটাও দেখে নিন। তাতে ছাড় পেতে পারেন।