BY- Aajtak Bangla

৫ টাকাতেই খুসকি উধাও, ঘন চকচকে কালো চুলের টিপস

15 March 2025

BY- Aajtak Bangla

খুসকির সমস্যায় অনেকেই জেরবার হন। অনেক চেষ্টাতেও মুক্তি মেলে না। 

মাত্র ৫ টাকার লেবু ব্যবহার করেই এই খুসকি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

মাথার ত্বক বা স্ক্যাল্পে লেবুর রস ম্যাসাজ করুন। এটি ত্বকের মৃত কোষ তুলতে সাহায্য করবে।

লেবুর রস এক ঘণ্টা রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কোনও সালফেট-হীন অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করবেন।

মাথায় বারবার হাত দেবেন না। নখ দিয়ে চুলকানোর ফলে খুসকির সমস্যা বেড়ে যেতে পারে। 

সপ্তাহে দুই দিন এই রুটিন মেনে চলুন। এক মাসেই ফল পাবেন। 

তবে চিরতরে মুক্তি আশা করবেন না। নিয়মিত এই অভ্যাস বজায় রাখতে হবে। 

খুসকি বেশি থাকা অবস্থায় তেল দেবেন না। এতে চুলের সঙ্গে খুসকি আরও আটকে থাকবে। 

স্যালিসাইলিক অ্যাসিড আছে এমন শ্যাম্পু ব্যবহার করলে দ্রুত খুসকি থেকে মুক্তি পাবেন।