12 July, 2024
BY- Aajtak Bangla
বর্ষায় সবার বাড়িজুড়ে মশার উপদ্রব বেড়েছে। সঙ্গে ডেঙ্গি-ম্যালেরিয়ার আতঙ্কও বাড়ছে।
এই সময়ে মশাকে হেলায় ফেলায় নেবেন না। একটু অসাবধান হলেই মশাবাহিত রোগ বাড়ি ঢুকবে।
বাড়ির মশা ভাগাতে বেশিরভাগ মানুষই মশা তাড়ানোর তেল, স্প্রে ব্যবহার করেন, তবে এগুলি মানুষের শরীরের জন্যও ক্ষতিকর।
তাই এমন কিছু করুন যার গন্ধে মশা তো আসবেই না, বাড়িতে ২-১ টা থাকলেও পালাবে।
বাড়িতে কয়েকটা জিনিস থাকলে সহজেই এটি করে ফেলতে পারেন।
উপকরণ ১টা গোটা পেঁয়াজ কর্পূর সর্ষের তেল তুলো
প্রথমে একটা গোটা পেঁয়াজের মাথার দিকটা কাটুন। তারপর একটি সবজি ছোলার ছুরুনি দিয়ে ভিতরের অংশটা গোল করে ছুলে নিন। যেন একটা বাটির মতো গভীর হয়। এই পেঁয়াজ পরে রান্নাতে ব্যবহার করতে পারেন।
এবার এতে সলতের মতো করে একটি তুলো দিয়ে দিন। এতে দিন সর্ষের তেল।
শেষে এতে একটা কর্পূরের ট্যাবলেট দিন। কর্পূরের ট্যাবলেটটা গুঁড়ো করে নিতে পারেন।
এবার এটি জ্বালিয়ে বাড়ির যে যে ঘরে মশা রেখে দিন। এর গন্ধে মশা পালানোর রাস্তা খুঁজবে। নাহলে সেখানেই মারা যাবে।
মশা থেকে বাঁচতে এই টোটকা প্রয়োগ করে দেখুন।