BY- Aajtak Bangla
29th december, 2024
প্রেমে পড়া যেমন সুখকর অনুভূতি তেমনি সম্পর্ক ভাঙার পর সেই কষ্ট আর ভয়ানক।
অনেকেই ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিককে ভুলতে পারেন না।
তাঁরা চান তাঁদের জীবনে প্রাক্তন প্রেমিক ফিরে আসুক।
সেই কৌশলই শিখে নিন চট করে। দেখবেন সুড়সুড় করে ফিরছে প্রাক্তন।
আসলে যেকোনো বিচ্ছেদের পর আমাদের মন এতটাই ভেঙে পড়ে যে আমরা নিজের যত্ন নিতে ভুলে যাই। আর এ অযত্নের কারণে নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়।
কিন্তু এক্সকে জীবনে ফিরিয়ে আনার জন্য নিজের প্রতি যত্নশীল হতে হবে। ত্বকের-চুলের যত্ন নিন, শরীরচর্চা করুন। সোশ্যাল মিডিয়ায় ছবি দিন।
দেখবে আপনার এক্স একটু হলেও জ্বলবে আপনার এই গ্রুমিং দেখে।
ব্রেকআপ হয়েছে বলে হতাশ হবেন না। ঘুরে বেড়ান, বন্ধুদের সঙ্গে সময় কাটান। দেখবেন আপনি ভাল আছেন দেখলে প্রাক্তন ঈর্ষান্বিত হবেন।
সাধারণত বিচ্ছেদের পর মানুষ বিষণ্ণ হয়ে পড়ে বা অল্পতেই রেগে যায়। অনেকে আবার প্রেমিক বা প্রেমিকাকে পাওয়ার জন্য তার সামনে কান্না-কাটি শুরু করে।
মন খারাপ হলেও অন্যদের সামনে নিজেকে ইতিবাচকভাবে উপাস্থাপন করুন, হাসি-খুশি থাকুন। অন্তত সুখী থাকার একটু অভিনয়ই করুন। এটিও কিন্তু কাজে আসবে।
প্রাক্তন যদি নিজে থেকে ফোন বা ম্যাসেজ করে তবে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন না। একটু খেলিয়ে নিন। এরপর তাঁকে আবার সুযোগ দিন ভুল শুধরে নেওয়ার।