BY- Aajtak Bangla

ঘি নাকি মাখন, কোনটি বেশি উপকারী বলুন তো?

18 October 2024

গরম ভাতে ঘি। নয় তো মাখন। ব্যস। আর কিছু যেন লাগে না।

কিন্তু ঘি না মাখন, কোনটি স্বাস্থ্যের জন্য় বেশি উপকারী? কোনটি বেশি স্বাস্থ্যকর? আসুন জেনে নেওয়া যাক। 

ঘি হল একেবারে আনপ্রসেসড দুগ্ধজাত ফ্যাট। এতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন A রয়েছে। 

মাখনে ভিটামিন A থাকে না। প্রতি ১০০ গ্রাম মাখনে ৭১৭ কিলোক্যালোরি শক্তি থাকে।

অন্যদিকে ১০০ গ্রাম ঘিতে ৯০০ কিলোক্যালোরি শক্তি থাকে। 

ঘিতে ৬০ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট থাকলেও কোনও ট্রান্স ফ্যাট থাকে না।

ঘি এবং মাখন উভয়ের পুষ্টিগুণই প্রায় একরকম। তবে, বিশেষজ্ঞদের মতে ঘি আপনার স্বাস্থ্যের পক্ষে বেশি ভাল।  

তবে এর মানে এমনটা নয় যে মাখন খাওয়া একেবারে বন্ধ করে দেবেন। কারণ মাখনেও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। 

এর পাশাপাশি, ঘি-মাখন খেলেই যে ওজন বেড়ে যাবে, এমনটাও নয়। ফ্যাট খেলেই শরীরে ফ্যাট জমে, তা ভুল ধারণা। 

তবে ঘি বা মাখন যেটাই খান না কেন, সীমিত পরিমাণে খাওয়াটাই শ্রেয়।