BY- Aajtak Bangla

ঘি দিয়ে ভাত খেলে এসব হয়, জানুন

18 July 2025

ঘি খেতে অনেকেই ভালবাসেন। ঘি মেখে ভাত খান অনেকেই।

ঘি

তবে ভাতে ঘি মেখে খেলে শরীরে কী প্রভাব পড়ে, জানলে চমকে যাবেন...

কী প্রভাব

পুষ্টিবিদদের মতে, ঘি আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

উপকারী

ভাতে এক চামচ ঘি মেখে খেলে শরীরে পুষ্টি জোগাবে। শক্তি বৃদ্ধি করে ঘি।

পুষ্টি

ভাতের সঙ্গে ঘি মেখে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরে।

রোগ প্রতিরোধ

ঘি-ভাত খেলে শরীরে আর্দ্রতা বজায় রাখে। এতে ত্বক ভাল থাকে।

ত্বক

গরমে ভাতের সঙ্গে ঘি মেখে খেলে শরীর ঠান্ডা থাকে।

ঠান্ডা

ভাতে ঘি মেখে খেলে হজম ভাল হয়।

হজম