31 March, 2025
BY- Aajtak Bangla
অনেকেই নিজের অথবা কোনও জনপ্রিয় ছবির ঘিবলি আর্ট ভার্সান বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।
ঘিবলি জাপানের একটি জনপ্রিয় অ্যানিমেশন স্টুডিও। মূলত ৯০-এর দশে ও ২০০০ সালে তাদের বেশ কিছু জনপ্রিয় অ্যানিমেশন-ভিত্তিক সিনেমা রয়েছে।
ঘিবলি স্টুডিও-র অ্যানিমেশনের প্রতিটি চরিত্র আঁকার একটি নির্দিষ্ট স্টাইল আছে। তাতে চোখ বড়, প্যাস্টেল শেডের ব্যবহার, জাপানের মানুষের গড়ন ফুটে ওঠে।
গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে যান। ChatGPT লিখে সার্চ করুন ও ইনস্টল করুন।
চ্যাটজিপিটি খুলে মেসেজ লেখার জায়গায় ছবি আপলোডের জায়গা পাবেন। যে ছবিটি এমন বানাতে চাইছেন সেটি আপলোড করুন।
মেসেজের জায়গায় লিখুন 'Turn this image into a scene from Ghibli Studios anime.'
এবার আপনার ছবি ডাউনলোড করে নিন। অতিরিক্ত লম্বাটে বা অস্বাভাবিক আকারের তরমুজে স্বাদ কম থাকে।
২০১৬ সালে এক সাক্ষাৎকারে ঘিবলি স্টুডিও-র প্রধান এআই-এর মাধ্যমে ছবি-অ্যানিমেশন আঁকার বিরোধিতা করেছিলেন।
তাই ট্রেন্ডে গা ভাসানোর সময়েও, ঘিবলি-র স্রষ্টার এই কথাগুলি একবার ভেবে দেখতে ভুলবেন না।