BY- Aajtak Bangla
2 APRIL, 2025
গিবলি জ্বরে ভুগছেন সকলে। সোশ্যাল মিডিয়া খুললেই গিবলি ছবিতে ছয়লাপ।
আমজনতা থেকে সেলেব্রিটি, সকলেই গিবলিতে মজেছেন।
ভাইরাল এই আর্ট ঘিরে কৌতূহলও বেড়েছে। সকলের মুখে মুখে ঘুরছে গিবলি নাম।
কেউ বলছেন গিবলি, কেউ আবার বলছেন ঘিবলি। আবার কেউ বলছেন জিবলি।
Ghibli-এর সঠিক বাংলা উচ্চারণ কী? তা অনেকেই জানেন না।
Ghibli হল জাপানি শব্দ। সে দেশে এর উচ্চারণ Jibli। মানে জিবলি।
জাপানি ভাষায় ইংরেজি G অক্ষরের উচ্চারণ অনেক সময় ইংরেজি J অক্ষরের মতো হয়।
পশ্চিমের দেশগুলিতে এটিকে সকলেই গিবলি বা ঘিবলি বলছেন।
তবে আসল উচ্চারণ হল জিবলি, অর্থাৎ Jibli।