28 MARCH, 2025
BY- Aajtak Bangla
ফের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মজে গোটা দুনিয়া। কারণ এখন ট্রেন্ডিং-এ গিবলি স্টাইল ছবি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনিতে জামা ওড়ানো, বা কোনও বিখ্যাত মিম। সবেতেই এই স্টাইল।
এমনকি সত্যজিৎ রায়ের পথের পাঁচালির দৃশ্যও দেখা গিয়েছে গিবলি স্টাইলে।
আপনিও আপনার কোনও প্রিয় ছবি এমন করতে পারেন। কার্টুনের মতো দেখতে লাগবে।
বর্তমানে যাঁরা চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন, কেবল তাঁরাই এই সুবিধা পাবেন।
প্রথমে জিপিটি-৪-এ ঢুকে টুলস ব্যবহার করতে হবে। এবার যে ছবিটি গিবলি স্টাইলে রূপান্তরিত করতে চাইছেন সেই ছবিটি আপলোড করতে হবে।
তার পর এআই সহকারীকে বলতে হবে সেটিকে গিবলি স্টাইলে রূপান্তরিত করতে।
ব্যাস কেল্লাফতে। মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে যাবে ছবি।