BY- Aajtak Bangla

লেবুকে ঘটিরা কী নামে ডাকেন? শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হবে

17 December 2024

বাঙাল এবং ঘটির মিষ্টি লড়াই লেগেই থাকে বাংলায়। খাবার নিয়ও লড়াই চলে।

বাঙাল এবং ঘটিদের মধ্যে নানা ফারাক রয়েছে। এমকী, কথ্য ভাষাতেও তার ফারাক দেখা যায়।

ঘটিদের উচ্চারণ নিয়ে অনেক হাসাহাসিও চলে।

যেমন ধরা যাক, লেবু। ভাতের সঙ্গে হোক বা অন্য কোনও খাবারের সঙ্গে লেবু লাগেই।

নারকেল তেলের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে পেঁয়াজের তেল বানানো হয়। এই তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের জেল্লা বাড়ায়।

লেবু আমাদের শরীরের জন্য খুব উপকারীও বটে।

ঘটিদের লেবু উচ্চারণ নিয়ে অনেক হাসাহাসি চলে। 

অনেক ঘটিই রয়েছেন, যাঁরা লেবুকে 'নেবু' বলে ডাকেন।

ঘটিদের এই নেবু বলা নিয়ে বিস্তর মজা হয়।