10 Mar 2025
BY- Aajtak Bangla
থাইরয়েডের সমস্যা যেন এখন সবার। সব বয়সের মানুষ থইরয়েডে আক্রান্ত হচ্ছেন।
আমাদের দেশে প্রায় ৪২ মিলিয়ন মানুষ এই থাইরয়েডে আক্রান্ত।
থাইরয়েডকে বশে আনার জন্য রোজ সকালে ওষুধ খেতে হয়। না খেলেই তা বেড়ে যায়।
অথচ বিনা পয়সায় এর চিকিৎসা রয়েছে। গ্রামবাংলার এই পাতা খেলে কয়েকদিন দূর হবে থাইরয়েডের সমস্যা।
সেই পাতা হল গুলঞ্চ। এতে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে আসে। হজম ক্ষমতা বাড়ায়।
সেজন্য প্রথমে ২১ টা গুলঞ্চের পাতা নিতে হবে। আর তা ভালোভাবে ধুয়ে নিতে হবে জলে।
এবার সেই পাতাগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। তারপর একগ্লাস পরিষ্কার জলে দিন।
তারপর ভালোভাবে ফোটাতে হবে সেই জল। ফোটানো হয়ে গেলে তা ছেঁকে নিতে হবে। এবার তা খাওয়ার জন্য রেডি।
সেই জল টানা একুশ দিন খান। তাহলেই থাইরয়েডের সমস্যা থেকে চিরতরে মুক্তি মিলবে।