07 Jan, 2025

BY- Aajtak Bangla

তীব্র মেলামেশা চাইলে মেয়েরা এই ৫ সিগন্যাল দেয়, গোপন টিপস!

একটি সম্পর্ক কখন মেলামেশার দিকে এগোবে, বোঝা একটু মুশকিল৷ অনেকে বলেন, আকস্মিক ভাবেই হয়ে গিয়েছে৷ 

যাঁরা কোনও সম্পর্কে জড়িয়েছেন, বা প্রেমে পূর্বরাগ চলছে, সেই পুরুষরা যদি ভাবেন, ইচ্ছে হলেই সঙ্গিনী মেলামেশায় হ্যাঁ বলে দেবে, তা হলে একটু ভুল করছেন৷ আসলে মহিলাদের কিছু ইঙ্গিত থাকে মেলামেশার ব্যাপারে, বুঝতে হয়৷

মনোবিদরা বলছেন, বেশির ভাগ মহিলাই সরাসরি মেলামেশা লিপ্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেন না৷ কিন্ত‌ু কিছু লক্ষণে বুঝিয়ে দেন৷ মনোবিজ্ঞানীরা কয়েকটি লক্ষণে হদিশ দিচ্ছেন, যার দ্বারা অনায়াসেই বোঝা যায় সঙ্গিনী ঘনিষ্ঠতা চাইছেন৷

খেয়াল করেছেন, আপনার সঙ্গিনী মাঝেমাঝেই উদাস হয়ে আপনার দিকে চেয়ে আছেন৷ কিংবা অকারণে মেলামেশার কথা বলছেন? তা হলে দেরি না-করে এগিয়ে যান৷ এই লক্ষণ কিন্ত‌ু তীব্র প্রেমের৷

আপনার অনেকটা কাছে বসে গল্প করবেন ওই মহিলা৷ এমনকী বেশি রাতে কথা বলতে চাইছেন, এমনটা হলেও বুঝতে হবে তিনি চাইছেন আপনার সঙ্গে মেলামেশা করতে৷

আপনার সঙ্গে যখন গল্প করছে, নানা অছিলায় আপনার মেলামেশার অতীত শুনতে চাইছে৷ অর্থাত্‍, মেলামেশার বিষয়ে আপনি কতটা আগ্রহী, জেনে নেওয়ার চেষ্টা৷ লক্ষণটি কিন্ত‌ু মেলামেশারই৷

অনেক সময় একজন মহিলা আপনার কাছাকাছি এসে আপনার কানে কিছু ফিসফিস করে, যখন সে কাছে আসে, এটি ইঙ্গিত দেয় যে সে আপনার প্রতি আগ্রহী।

অনেক সময় একজন মহিলা তাঁর ঠোঁটে কামড় দেয়, তখনই আপনি বুঝতে পারবেন যে তিনি গভীর সম্পর্কে আগ্রহী।

কোনও মহিলা যখন তাঁর শরীরের বিভিন্ন অংশে নিজেই স্পর্শ করেন, তখন এটা তাঁর প্রস্তুত হওয়ার লক্ষণ।