11  FEB, 2025

BY- Aajtak Bangla

মেয়েদের ৫ গোপন কথা বিয়ের আগেই জেনে নেওয়া ভালো

বিয়ে মানে এক বা দুই দিনের ব্যাপার নয়। বছরের পর বছর, দশকের পর দশক একসঙ্গে থাকতে হয়। 

সেজন্য বিয়ে করার আগে ছেলে ও মেয়েকে একে অন্যের সঙ্গে অবশ্যই কথা বলে নেওয়া দরকার। 

প্রথমেই জেনে নেওয়া দরকার দুজনের অর্থনৈতিক পরিস্থিতি। যদি দুজনেই চাকরি করেন তাহলে কে কীভাবে সংসারে কনট্রিবিউট করবে সেটা আলোচনা করে নিন। 

বিয়ে করা মানেই সঙ্গীর প্রতি সম্পূর্ণ অধিকার কিন্তু নয়। তাই একে অপরকে বোঝার চেষ্টা করুন। অহেতুক অধিকার ফলাবেন না।

বিয়ে করা মানেই সন্তান নিতে হবে এমনটা কিন্তু নয়। এখন অন্তত সেই মনোভাব সব বাবা-মায়ের মধ্যে দেখা যায় না। 

তাই বিয়ের আগেই একে অপরকে জিজ্ঞাসা করে নিন সন্তানের বিষয়ে। যদি মতে না মেলে তাহলে পিছিয়ে আসুন বিয়ে থেকে। 

বিয়ে মানে দুই পরিবারের বিয়ে। সেজন্য আপনারা কীভাবে সংসার করবেন তা ঠিক করে নিন। 

দুজনে চাকরি করলে একে অপরকে সময় দেওয়া কম হয়। সেজন্য বিয়ের আগেই সেই বিষয়ে আলোচনা করে নিন।