BY- Aajtak Bangla
14th April, 2024
সম্পর্কে জড়ানোর পর ছেলে এবং মেয়ে উভয়েরই একে-অপরের কাছ থেকে আশা-প্রত্যাশা থাকে।
তবে মেয়েদের এক্ষেত্রে কিছু চাহিদা থাকে ছেলেদের কাছে। আর সেগুলি পেলেই মেয়েরা তৃপ্ত হয়।
মেয়েদের এই চাহিদা সম্পর্কে অর্ধেক ছেলেরাই জানে না। আর তা না জানার ফলে ঝগড়া-অশান্তি হয়।
প্রথমত মেয়েরা তাঁর সঙ্গীর কাছ থেকে নির্ভরযোগ্যতা আশা করেন। সেটা পেয়ে গেলে ভালোবাসা আরও তীব্র হয়।
দ্বিতীয়ত, মেয়েরা চান তাঁর সঙ্গী যেন কখনও বিশ্বাস না ভাঙেন। এই বিশ্বাসের ওপরই সম্পর্ক টিকে থাকে।
তৃতীয় হল সব মেয়েরাই চায় সঙ্গী যেন তাঁকে একটু প্যাম্পার, সারপ্রাইজ দেন। সেই বিষয়গুলির দিকে ছেলেদের নজর দিতে হবে।
চতুর্থত, মেয়েরা প্রেমে পড়লে অবুঝ হয়ে যায় কিন্তু সঙ্গীকে তা বুঝে মন জুগিয়ে একটু চলতে হবে।
প্রেমে পড়লে মেয়েরা রাগ করবে। তবে রাগ ভাঙানোর দায়িত্ব নিতে হবে ছেলেদের।
তবে মেয়েদেরও তাঁর সঙ্গীকে বুঝতে হবে। সে কী বলতে চাইছে সেটাকে গুরুত্ব দিতে হবে। তাহলেই সম্পর্ক মধুর হবে।