29 December, 2023

BY- Aajtak Bangla

প্রথম প্রেমে ছ্যাঁকা খেয়ে কী করেন মেয়েরা? ছেলেরা জেনে রাখুন

প্রেমে পড়ার পর সবারই মন খারাপ হয়। ভাঙা মন জোড়া লাগতে তাদের বহু সময় লেগে যায়।

প্রথম প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর মেয়েরা কি করেন? তাঁরা এর থেকে কী কী শেখেন?

মেয়েরা বুঝে যায় হুট করে কোনও ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া উচিত না। 

যে পুরুষ সন্তান ভালোবাসে না, তার সঙ্গে প্রেম করার মানে হয় না। কেননা বৈবাহিক জীবনের শখ তাদের নেই।

প্রেমে চেহারা বা বাহ্যিক সৌন্দর্য আকর্ষণ করে, ভালো ও যোগ্য মানুষ মেয়েদের প্রয়োজন। এই কারণে প্রথম প্রেমের ভাঙে।

প্রথম প্রেমের পর মেয়েরা বুঝতে পারে যে আসলে কেমন স্বামী বা প্রেমিক চাই তাঁর।

বিয়ে তাঁকেই করা উচিত, যিনি আজীবনের সঙ্গিনী চান। 

যিনি মন বোঝেন না তাঁকে মন দেবেন না, যদি দেরিতে বোঝেন সরে আসুন। নাহলে মন ভাঙবেই।

কীভাবে ঝগড়ার সময় কৌশলী হতে হবে তা তাঁদের প্রথম প্রেমে বুঝে যান।