21 August, 2024
BY- Aajtak Bangla
ভরা শীতেও বাড়ির গাছে গোলাপ ফুটছে না? সার দিয়েও কাজ হচ্ছে না? কী করলে কুঁড়ি আসবে?
গোলাপ ফুলের রানি। ঘরে রাখলে সৌন্দর্য বাড়ায়। রং ও সুগন্ধ মনকে খুশি করে।
কয়েকটি টিপস মানলে বাড়ির গাছই ভরে উঠবে গোলাপে।
গোলাপ গাছের বেশি সূর্যালোক প্রয়োজন। টব খোলা জায়গায় রাখুন। অন্তত ৬ ঘণ্টা সূর্যের আলো দরকার।
নতুন গোলাপের চারা রোপণ করলে প্রতিদিন জল দিন।
গাছ বড় হলে সপ্তাহে একবার জল দিন। পাত্রে যেন গর্ত থাকে। যাতে মাটি আর্দ্র থাকে।
গোলাপ গাছে ফুল না আসলে সর্ষের খোল দিন। খোল কিনে প্রথমে ৩-৪ দিন জলে ভিজিয়ে রেখে গাছে দিন।
সর্ষের খোল ও জল ১:১ অনুপাতে মেশান। তিন দিন অন্তর গোলাপ গাছের শিকড়ে দিন।
একটানা ১৫ দিন সর্ষের খোল দেওয়ার পর এক সপ্তাহ ব্যবহার করবেন না। ফুলে ভরবে গাছ।
এছাড়া কলার খোসার পেস্ট, ডিমের খোসা দিন গাছে। রাসায়নিক সার না দেওয়াই ভাল।