25 October, 2024

BY- Aajtak Bangla

মোবাইলের বাংলা কী? অনেক শিক্ষিত মানুষও জানেন না

এখন আমরা সকলেই মোবাইল ব্যবহার করি। যোগাযোগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল।

আমরা সকলেই একে চলতি কথায় 'মোবাইল' বলি। লোকমুখে এ কথাই প্রচলিত।

এমনকি লেখার সময়ও আমরা 'মোবাইল' শব্দটাই ব্যবহার করি।

কিন্তু এই 'Mobile' (মোবাইল) শব্দটি আদতে ইংরাজি শব্দ। এর বাংলা অর্থ তেমন ব্যবহার করা হয় না।

অনেকেই এর বাংলা শব্দের সঙ্গে পরিচিতও নন। 'Mobile' শব্দটি ইংরাজি অর্থ হচ্ছে ভ্রাম্যমান কিংবা চলমান। অনেকসময় আমরা মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। অর্থাৎ চলন্ত গাড়ি।

কিন্তু 'Mobile' শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন। তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন।

মুঠোফোন শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায়। সহজের বহনযোগ্য।

এই শব্দটি তেমন ব্যবহার না করা হলেও, কবি নির্মলেন্দু গুণ একসময়ে তাঁর একটি কবিতায় মুঠোফোন শব্দটি ব্যবহার করেছেন।