05 April 2025
BY- Aajtak Bangla
বিয়ার অন্যতম জনপ্রিয় হার্ড ড্রিঙ্ক। বিয়ারের বোতল সাধারণত সবুজ বাদামীই হয় কেন?
সবুজ বাদামীই হয়
সূর্যের আলো(UV রে) বিয়ারের মধ্যে থাকা হপসের সঙ্গে বিক্রিয়া করে দুর্গন্ধযুক্ত স্বাদ তৈরি করতে পারে।
সূর্যের আলো
বাদামী বা সবুজ বোতল UV রশ্মি থেকে বিয়ারকে সুরক্ষিত রাখে।
UV রশ্মি
১৯ শতকে, যখন প্রথম স্বচ্ছ কাচের বোতলে বিয়ার বিক্রি শুরু হয়, তখন লোকে ব্যাপারটা জানত না।
১৯ শতকে...
ফলে চট করে বিয়ার খারাপ হয়ে যেত। তখনই এই বুদ্ধিটা আসে।
বুদ্ধি
এখন আর সেভাবে বিয়ারের বোতলে রোদ লাগে না। ফলে নষ্টের ভয় নেই। তাই অনেক কোম্পানি স্বচ্ছ বোতলেই বিয়ার বিক্রি করে।
অনেক কোম্পানি...
এখন বিষয়টা দাঁড়িয়েছে ব্র্যান্ডিংয়ে। কালার বোতল তাই এখনও বেশি চলে।
ব্র্যান্ডিং
তাছাড়া স্বচ্ছর থেকে সবুজ বা বাদামী বোতল বানানো বেশি সহজ।
বানানো বেশি সহজ
সবুজ বা বাদামী বোতল সহজে রিইউজেবল।
রিইউজেবল
তাই, স্বাদ রক্ষা ও ব্র্যান্ডিং, দুই কারণেই বিয়ারের বোতল সবুজ বা বাদামী হয়ে থাকে।
স্বাদ ও ব্র্যান্ডিং