14 SEPTEMBER 2024
BY- Aajtak Bangla
কিছু প্রশ্ন আমাদের মাথাতেও আসে না, তাই আমরা ভেবেও দেখি না।
অনেক সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানুষ হতভম্ব হয়ে যায়।
ঠিক যেমন এই প্রশ্নটি, মুরগী ভারত-পাকিস্তান সীমান্তে ডিম পাড়লে, ডিমটি কার হবে?
এমন সহজ প্রশ্নের উত্তর মাথা খাটিয়েও অনেকে বের করতে পারে না।
এই প্রশ্ন আইএএস, আইপিএস পরীক্ষার্থীদেরও করা হয়ে থাকে।
যেমন অনেকেই জানেন না, কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি হয় না?
এর উত্তর হল, উটের দুধ থেকে দই তৈরি করা যায় না।
প্রশ্ন হল মুরগী ভারত-পাকিস্তান সীমান্তে ডিম পাড়লে, ডিমটি কার?
উত্তর হল, জায়গা যাই হোক না কেন, ডিমটি মুরগীর।