07 December, 2023
BY- Aajtak Bangla
বিরিয়ানির সৌন্দর্য বাড়াতে যেমন এই মশলার ব্যবহার হয়, ঠিক তেমনই আপনার সৌন্দর্যও বাড়াবে এটি।
এটি বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। কেউ কেউ তা দুধে মিশিয়ে পান করেন। কেউ কেউ মিষ্টি জিনিসের সঙ্গে মিশিয়ে খেয়ে থাকেন।
তবে নিয়মিত করলে উপকার পাওয়া যায়। শীতকালে এর ব্যবহার বেশি হয়। কী সেই মশলা?
তা হল জাফরান। এতে কিছু বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর ব্যবহারে মুখের ব্রণ সেরে যায়। মুখের দাগ চলে যায়। তৈলাক্ত এবং শুষ্ক ত্বক থেকেও মুক্তি দেয়। ত্বক উজ্জ্বল করে।
জাফরান কীভাবে ব্যবহার করলে ত্বকের উপকার হবে?
১ চামচ জলে ৫ থেকে ৬টি জাফরানের দিন। সারারাত ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে ঘুম থেকে ওঠার পর দুই ফোঁটা মধু ও দুই ফোঁটা দুধ মেশান। এবার এটি মিশিয়ে মুখে লাগান।
তারপর ২০ থেকে ২৫ মিনিট পর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ক্রমাগত করলে, কয়েক দিনের মধ্যে চেহারায় পার্থক্য দেখতে পাবেন।
৫ দিন এই ফেশ প্যাকটি ব্যবহার করে দেখুন, নিজেই নিজেকে চিনতে পারবেন না। তবে খেয়াল রাখবেন কেশর যেন নকল না হয়।