BY- Aajtak Bangla
21 JUNE, 2024
কম-বেশি সকলেরই চকোলেট খুব পছন্দ করেন। এতে মনের সঙ্গে শরীরও চাঙ্গা হয়ে ওঠে।
অনেকেরই অজানা ত্বকের যত্নেও ডার্ক চকোলেটের জুড়ি মেলা ভার।
বর্তমানে নানা ধরনের বাজারজাত চকোলেট ফেসপ্যাক পাওয়া যায়। তবে সহজেই বাড়িতেও তৈরি করতে পারেন।
একটি মাঝারি মাপের বাটিতে ডার্ক চকোলেটের দুটো বার নিয়ে গলিয়ে নিন।
এবার এতে ১/২ কাপ দুধ, ১ চামচ সন্ধক লবণ এবং ৩ চামচ ব্রাউন সুগার মিশিয়ে মিনিট দুয়েক নাড়ুন।
মিশ্রণটি ঠান্ডা হওয়া মাত্র মুখে,গলায় এবং ঘাড়ে লাগিয়ে মিনিট পনেরো রাখুন।
এরপর ঠান্ডা জল দিয়ে ভাল করে মুখে ধুয়ে নিন।
সপ্তাহে বার ২-৩ দিন এভাবে ত্বকের যত্ন নিলে, ফল মিলবে হাতে-নাতে।
এই ফেসপ্যাকে ত্বকের বয়স তো কমবেই, সঙ্গে নিশ্চিত জেল্লা বাড়বে চোখে পড়ার মতো।