23 March, 2025
BY- Aajtak Bangla
শুধু শীতকালেই নয়, অনেকের গরমের সময়ও জলের অভাবে ঠোঁট ফেটে চামড়া উঠতে থাকে। রক্তও বের হয়।
এক শিশি গ্লিসারিন আপনার ত্বক ও ঠোঁটকে করে তুলতে পারে ট্যানহীন ও পেলব।
মনে রাখতে হবে, বিশুদ্ধ গ্লিসারিন নিতে হবে।
গ্লিসারিন ব্যবহার করতে হবে গোলাপজল বা ভিটামিন-ই এর সঙ্গে।
বাজারে অনেক গ্লিসারিন সরাসরি ব্যবহারের মতো করে বিক্রি হয়।
ময়েশ্চারাইজারের উপাদান হিসেবে তালিকায় গ্লিসারিন যোগ করুন।
সেনসিটিভ ত্বকের জন্য গ্লিসারিন একটি চমৎকার ক্লিনজার।
তবে গ্লিসারিন ব্যবহারের আগে কয়েকটি বিষয় জেনে রাখা দরকার।
গ্লিসারিন ব্যবহার করে আপনি যদি চুলকানি বা অ্যালার্জির প্রতিক্রিয়ার কোনও লক্ষণ দেখেন, তবে চিকিত্সকের পরামর্শ নিতে ভুলবেন না।