19 Jun, 2025

BY- Aajtak Bangla

বর্ষায় পাহাড়ে ঘুরতে যাবেন? এগুলো ৫ জিনিস মাথায় রাখুন

বর্ষার অপরূপ, মায়াময় পাহাড়ি প্রকৃতির কাছে ছুটে চলেন সৌন্দর্যপিয়াসী মানুষ। তবে পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা করলে কিছু বিষয় আপনাকে জানতেই হবে।

পাহাড়ি পথে চলা খুব সহজ নয়। তাই পাহাড়ে অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করলে অন্তত দুই-তিন সপ্তাহ আগে থেকেই অনেকটা পথ হাঁটার অভ্যাস করা উচিত। 

পিচ্ছিল পাহাড়ি পথে চলার উপযোগী জুতো চাই অবশ্যই। এ ব্যাপারে কোনো আপস করবেন না।

অধিকাংশ ক্ষেত্রেই জোঁক রক্ত খেয়ে নিজে থেকে খসে যায়। জোঁক ছাড়ানোর জন্য লবণ ছিটিয়ে দেওয়ার প্রচলন আছে। 

তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।

জোঁকের মাথার দুপাশ থেকে কাগজের সাহায্যে ধরে জোঁকটিকে টেনে সরিয়ে দূরে ফেলে দিতে হবে।

উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।

পাহাড় ভ্রমণে মন হবে ফুরফুরে। সেই ভ্রমণ নিয়ে রোমাঞ্চকর গল্প হবে, অ্যাডভেঞ্চারের ছবি-ভিডিও আপলোড হবে সামাজিক যোগাযোগমাধ্যমে, আনন্দের রেশ থাকবে বহুদিন। 

এমন বহু দুর্গম এলাকা আছে, যেখানে যাওয়া নিষেধ। রোমাঞ্চের নেশায় সেসব জায়গায় যাওয়া যাবে না। 

ঝরনায় ভিজতে গেলেও স্রোতের নিচে সরাসরি মাথা বা ঘাড় না রাখাই ভালো।

দুর্গম পথে নিজের দলের সঙ্গে অবশ্যই গাইড নেবেন।

আবহাওয়া খারাপ থাকলে, পাহাড়ি ঢল নামলে ভ্রমণ পরিকল্পনা বদলাতে হতে পারে, সেই মানসিক প্রস্তুতিও রাখুন।