BY- Aajtak Bangla

গলায় সোনার হার পরলে এসব ঘটবেই জীবনে, জানুন

23 APRIL, 2025

অনেকেই সোনার গয়না পরেন। জ্যোতিষ মতে, সোনা খুবই শুভ।

সোনার গয়না

পুরুষ ও নারী, সকলেই সোনার গয়না পরেন। অনেকেই সোনার হার গলায় পরেন।

সোনার হার

 গলায় সোনার হার পরলে এসব ঘটে জীবনে, জেনে রাখুন....

গলায় সোনার হার

জ্যোতিষ মতে, সোনা ধারণ করলে জীবনে সুখ-সমৃদ্ধি বাড়ে।

সুখ-সমৃদ্ধি

ডান হাতে সোনা পরলে কর্মক্ষেত্রে উন্নতি হয়। 

কর্মক্ষেত্রে উন্নতি

 ডান হাতে সোনা পরলে ক্ষমতা বাড়ে।

ক্ষমতা

গলায় সোনার হার পরলে দাম্পত্য প্রেম বাড়ে।

দাম্পত্য প্রেম

জ্যোতিষ মতে, বিবাহিত জাতক-জাতিকারা গলায় সোনার হার পরলে দাম্পত্য সুখের হয়।

সুখ লাভ