BY- Aajtak Bangla
13 FEB 2025
সোনা এক মূল্যবান ধাতু। আপদে-বিপদে সোনা বড় ভরসা।
সোনার দাম প্রায়শই ওঠানামা করে। কখনও বাড়ে, আবার কখনও কমে।
বাজারে ১৮, ২২, ২৪ ক্যারেট সোনা পাওয়া যায়। তবে কত ক্যারেটের সোনা কিনলে আগামী দিনে লাভ পাবেন, তা অনেকেই বুঝতে পারেন না।
সোনার পরিমাপ হল ক্যারেট পদ্ধতি। কোনও গয়না বা সোনায় কত খাঁটি সোনা রয়েছে, তা বলে দেয় ক্যারেট। ।
সোনা যত খাঁটি, ক্যারেটের মান তত বেশি হয়। ২৪ ক্যারেটের মানে হল, ১০০ শতাংশ খাঁটি সোনা। . .
২৪ ক্যারেট সোনারর রং উজ্জ্বল হয়। তাই ১৮ বা ২২ ক্যারেটের চেয়ে বেশি দাম হয়। . .
২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত বার ও কয়েন তৈরি করা হয়। বেশিরভাগ গয়না তৈরি করা হয় ২২ ক্যারেট সোনা দিয়ে। ২২ ক্যারেটে ৯১.৬৭ শতাংশ খাঁটি সোনা থাকে। . .
বিনিয়োগের জন্য অবশ্যই সবচেয়ে ভাল হল ২৪ ক্যারেট সোনা। তবে ২২ ক্যারেট সোনাও বিনিয়োগের জন্য ভাল।
সোনা কেনার সময় অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে কেনাই ভাল।