7 April, 2025
BY- Aajtak Bangla
সোনা পরতে অনেকে সংকোচ বোধ করেন। ভাবেন, সোনা সব সময় পরে থাকা উচিত নয়। কিন্তু সোনা পরা খুব উপকারী।
সোনা পরলে কী কী উপকার হয় আসুন জানি। তর্জনিতে সোনার আংটি পরা উচিত।
তর্জনিতে সোনা পরলে বৃহস্পতির আশীর্বাদ থাকে। কুনজর থেকে রক্ষা পাওয়া যায়।
মেষ, কর্কট, ধনু, সিংহ রাশির জাতকদের সোনা পরা ভালো। এই রাশিদের জন্য সোনা খুব লাকি।
সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই সোনা পরলে সুখ ও সমৃদ্ধি আসে।
সোনা পরিধান করলে ভাগ্যদেবী প্রসন্ন হন। ব্যবসার ক্ষেত্রে লাভ আসে।
সোনার আর একটি গুণ হল, এর মধ্যে থাকা শক্তি সহজেই যে কোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
সোনা পরলে পরাক্রম বৃদ্ধি পায়। আত্মবিশ্বাস বাড়ে। সে পুরুষ হোক বা নারীর।
সোনা তাপমাত্রার কারণে সৃষ্ট শরীরের বিভিন্ন সমস্যা যেমন শীতল হয়ে যাওয়া কিংবা হঠাৎ জ্বর এলেও সাহায্য করতে পারে।