14 October, 2024
BY- Aajtak Bangla
কাজে বেরোনোর আগে বেশ কিছু টিপস মানলে তবেই কাজে সাফল্য মেলে। সপ্তাহের কোন দিন কী খেয়ে বেরোতে হয় জানেন?
রবিবার হল সূর্যদেবতার দিন। এদিন এক টুকরো পান মুখে দিয়ে বাড়ি থেকে বের হন।
সোমবার চন্দ্রদেবের দিন। সোমবার দই খেয়ে বাড়ি থেকে বের হওয়া শুভ।
সোমবার দিন আয়নায় মুখ দেখে বাড়ি থেকে বের হলে খুব লাভ পাওয়া যায়।
মঙ্গলবার কোনও কাজে ভালো ফল পেতে চাইলে বাড়ি থেকে গুড় খেয়ে বেরোন।
বুধবার মেধাবী ও বুদ্ধিমানদের জন্য শুভ দিন। এদিন সবুজ কোনও সবজি বা ধনেপাতা মুখে দিয়ে বেরোলে সাফল্য মেলে।
বৃহস্পতিবার হল গুরুর বার। সামান্য জিরে মুখে দিয়ে বাড়ি থেকে বের হোন। তাহলে না হওয়া কাজও হয়ে যাবে।
শুক্রবার দই বা চিনি খাওয়া বেশ ভালো। তাতে কপাল খুলে যায়। অসমাপ্ত কাজ সমাপ্ত হয়।
শনিবার একটুকরো আদা খেয়ে বাড়ি থেকে বেরোন। তাহলে সাফল্য আসবে।