25 May 2025 

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

এক রাত্রির জন্য এখানে রাখুন তালা, বদলে যাবে ভাগ্য

তালা শুধু দরজা খোলে না। ভাগ্যও খুলে দেয়। তালার ঠিক ব্যবহার জানলেই হবে। রাখতে হবে সঠিক জায়গায়।

তালা ঠিক জায়গাতে রাখলে অর্থভাগ্য বদলে যায়। বাড়িতে অশুভ শক্তি থাকলে তা দূর হয়ে যায়। এছাড়াও চাকরিতে উন্নতি হয়। ব্যবসা মন্দ চললে সুদিন ফিরে আসে। 

সেজন্য কিনতে হবে একটা তালা। শুক্রবার সেই তালা কিনতে হবে। যে কোনও সাইজের তালা হলেই চলবে। 

সেই তালা লোহা, পিতল, তামা বা স্টিলের হতে পারে। কোনও একটা নির্দিষ্ট ধাতুরই কিনতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। 

এবার সেই তালা আনতে হবে বাড়িতে। সেই তালা যেন চাবি দিয়ে খুলে দেখবেন না। বন্ধ অবস্থায় রাখতে হবে। চাবি সহ নিয়ে আসুন সেই তালা।

তা এনে বাড়িতে  বিছানায় রেখে দিন। বালিশের তলায়। সারারাত ওভাবেই রাখুন।

সকালে ঘুম থেকে ওঠার পরও সেই তালায় হাত দেবেন না। একইভাবে রেখে দিন।

এবার সন্ধেবেলা হলে সেই তালা হাতে নিন। তবে তার আগে অবশ্যই স্নান করে নিন।

এবার সেই তালা আগের মতো বন্ধ অবস্থাতেই নিয়ে চলে যান আশপাশের কোনও এক মন্দিরে। সেখানে রেখে দিন। তাহলেই ভাগ্য বদলে যাবে।