10 September, 2024

BY- Aajtak Bangla

টিচারের এই দুটি গুণ থাকলেই লেখাপড়ায় ফার্স্ট হবে আপনার সন্তান

সন্তানের লেখাপড়ার জন্য সব বাবা-মা চিন্তিত থাকেন। তাঁরা চান সন্তান যেন এগিয়ে থাকে। 

তবে সব সময় তা হয় না। তার অন্যতম কারণ, সঠিক শিক্ষক না পাওয়া। সেজন্য সঠিক শিক্ষক নির্বাচন করা খুব দরকার।

একজন শিক্ষক তখনই আপনার সন্তানকে মানুষ করতে পারবে যদি সেই শিক্ষকের কিছু গুণ থাকে। 

তার মধ্যে অন্যতম হল, ধৈর্য্য। শিক্ষকের মধ্যে ধৈর্য্য থাকতে হবে। তবেই তিনি আপনার সন্তানের মন বুঝতে পারবেন। 

সব বাচ্চা কম বেশি চঞ্চল হয়ে থাকে। তার মধ্যেই সে যাতে ভালো লেখাপড়া করে তা দেখভাল করতে হয় শিক্ষককে। 

যদি শিক্ষকের মধ্যে ধৈর্য্য না থাকে  তাহলে তিনি আপনার সন্তানকে স্পেশ দেবেন না। এতে সন্তানের ক্ষতি হবে। 

শিক্ষকের মধ্যে সিরিয়াসনেস যেমন থাকা জরুরি তেমনই তিনি যেন হাসিমজাও করেন, সেটাও জরুরি। 

গম্ভীর মানুষকে বাচ্চারা বা কোনও শিক্ষার্থী কখনই পছন্দ করে না। খেলার ছলে বা হাসি মজার ছলে লেখাপড়া সব বয়সের শিক্ষার্থীরা শিক্ষকের কাছে আশা করে। 

কোনও শিক্ষকের মধ্যে যদি এই গুণগুলো থাকে তবে যে কোনও শিক্ষার্থীর লেখাপড়ায় মন বসবে।