22 JANUARY, 2025
BY- Aajtak Bangla
গুগল সবার জীবনের একটি অংশ হয়ে উঠেছে। যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চায় বা কিছু শিখতে চায়, সেই ব্যক্তি অবিলম্বে Google এ খুঁজি।
কিন্তু এই সার্চ ইঞ্জিন গুগলেই কিছু জিনিস সার্চ করা আপনার জন্য বিরাট ঝুঁকিপূর্ণ হতে পারে। জেলেও যেতে হতে পারে। তাই জেনে নিন, সেই বিষয়গুলি কী কী
বোমা বানানোর উপায় খোঁজা আইনত অপরাধ। নিরাপত্তা সংস্থাগুলি এ বিষয়ে কড়া নজর রাখে।
এর পাশাপাশি শিশুদের সম্পর্কিত পর্নোগ্রাফি খোঁজা ও দেখাও অপরাধ। হ্যাকিং সম্পর্কিত টিউটোরিয়াল বা সফ্টওয়্যার খুঁজলেও শাস্তি হতে পারে।
বেশিরভাগ মানুষ গুগল থেকে বিনামূল্যে সিনেমা পেতে ফিল্ম পাইরেসি সাইটের সাহায্য নেন। এটাও জেল হওয়ার মতোই অপরাধ। ।
এর জন্য একজন ব্যক্তির কমপক্ষে তিন বছরের জেল হতে পারে। শুধু তাই নয় সেই ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করা হতে পারে।
গুগলে গর্ভপাত সম্পর্কে অনুসন্ধান করা এড়ানো উচিত, কারণ ভারতে গর্ভপাত অবৈধ। এক্ষেত্রেও জেল হতে পারে অপরাধ প্রমাণিত হলে।
এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড এবং ধর্ষণের শিকার ব্যক্তির নাম অনুসন্ধান করা এড়িয়ে চলা উচিত।
শিশু নির্যাতন সম্পর্কিত অনুসন্ধান এড়াতে হবে। এটি করলে ওই ব্যক্তিকে জেলে পাঠানো হতে পারে।