11 March 

BY- Aajtak Bangla

সারা বছরের পাপ ধুয়ে দেয় এই সবজি, খেতে হবে শনিবার 

আমরা না জেনে শনিবার এমন কিছু খাই যার ফলে শনিদেব রুষ্ট হন।

শনিবার বেশ কতগুলো জিনিস খাওয়া উচিত নয়। আবার কতগুলো জিনিস অবশ্যই খাওয়া উচিত। 

যে মানুষ সৎ পথে চলে বা কখনও কারও ক্ষতি করে না তারা সর্বদাই শনিদেবের কৃপা ও আশির্বাদ পেয়ে থাকে। 

আর যারা খারাপ কাজ করে শনিদেব তাদের প্রতি রুষ্ট হয়ে থাকে। তাদের জীবনে উন্নতি হয় না। 

শনিদেবকে সন্তুষ্ট রাখতে শনিবার অবশ্যই নিরামিষ খেতে হবে।

এদিন মুগডাল খাওয়া উচিত। অন্য কোনও ডাল খেলে চলবে না।

শনিবার লাও খাওয়া অত্যন্ত শুভ। পনির খেলেও শুভ ফল পাওয়া যাবে। সারা বছরের পাপ ধুয়ে যায়। 

শনিবার সরষের তেল না ব্যবহার করে সাদা তেল খাওয়া ভাল।

যাদের সাড়েসাতি চলছে তাদের এই নিয়মগুলো মেনে চলা উচিত।