10 MARCH 2023
খেলাধুলোর ক্ষেত্রে এর আগেও হেনস্থার খবর সামনে এসেছে। এবার দাবাতেও এমন অভিযোগ।
৫৩ বছর বয়সী সুসান পোগলার ট্যুইটারে যৌন হেনস্থার অভিযোগ করেছেন।
সম্প্রতি গ্র্যান্ডমাস্টার আলেজান্দ্রো রামিরেজের বিরুদ্ধে অভিযোগ করেছেন আট মহিলা দাবাড়ু।
পোগলার বলেন, 'প্রচুর মহিলা দাবাড়ু নির্যাতনের শিকার হলেও মুখ খোলেননি ।'
তিনি বলেন, আমরা যতবারই যৌন নির্যাতন নিয়ে কথা বলি না কেন, যৌন নিপীড়কদের কিছুই হয় না।
পোলগার বলেন, ব্যবস্থা নেওয়ার বদলে, উসকানি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় মেয়েদের।
টাকা আর প্রচারের জন্য অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা দায় চাপানো হয়
পোলগার লেখেন, নির্যাতনের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তাদের কারোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি।