14 May, 2024
BY- Aajtak Bangla
নারী-পুরুষমাত্রেই চায় সুন্দর ও উজ্জ্বল ত্বক। বাজার চলতি পণ্যে তা সম্ভব নয়। বরং ত্বকের আরও ক্ষতি হয়।
দিদা-ঠাকুমাদের প্রতিকারেই মুখ হবে উজ্জ্বল ও দাগহীন। জেনে নিন ঘরেই কীভাবে বানাবেন প্রাকৃতিক ফেস প্যাক-
উপকরণ- ১ চা চামচ মধু, ২ চামচ বেসন, ২ চামচ দই, ১ চা চামচ লেবু।
বেসন ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। মুখের ময়লা পরিষ্কার করে। উজ্জ্বলতা দেয়।
রোদে পোড়া ত্বকের আস্তরণ তুলে দেয় দই। মধু ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে। আর লেবুতে আছে ভিটামিন সি। ত্বকের যৌবন ধরে রাখে।
কীভাবে এই ফেস মাস্ক প্রস্তুত করবেন? প্রথমে একটি পাত্র নিন। তাতে বেসন দিন। এতে দই, মধু এবং লেবু দিয়ে ভালো করে মেশান।
নরম ব্যাটার তৈরি হলে মুখ এবং ঘাড়ের অংশে লাগান।
আধ ঘণ্টা মুখে লাগিয়ে রাখুন। মুখ শুকিয়ে যাওয়ার পর সাধারণ জলে ধুয়ে নিন।
বেসনের মধ্যে হলুদ এবং দুধ মিশিয়েও ফেস মাস্ক তৈরি করতে পারেন।
সপ্তাহে দুদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন। তারপর দেখবেন মুখে জেল্লা।