BY- Aajtak Bangla

পুরুষত্ব লোহার মতো টেকসই হবে, শুধু খেতে হবে এই ফুল

17 August  2024

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শক্তি ক্রমশ কমতে শুরু করে। তাই অনেকেই দুর্বল বোধ করেন।

বুড়ো হলেও যৌবন যাতে চাঙ্গা থাকে, তার জন্য বিশেষ কিছু খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

তেমনই একটি খাবার হল যুক্তি ফুল বা গ্রিন ওয়াক্স ফ্লাওয়ার।

বিশেষজ্ঞদের মতে, এই ফুল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই এই ফুল খেলে শরীর তাজা থাকবে। .

এই ফুল বাড়ির আশপাশে লতাপাতার সঙ্গে থাকে। দেখতে সবুজ রঙের হয়।

এই ফুল খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কোনও রোগ সহজে ঘেঁষতে পারে না।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ফুল। ।  

এছাড়াও জন্ডিস, চর্মরোগও সারাতে এই ফুল কার্যকরী।

কীভাবে খাবেন? এই ফুলের স্বাদ তেতো হয়। ভেজে খেতে পারেন অথবা চচ্চড়ি বানিয়েও খেতে পারেন।