16 MARCH, 2025

BY- Aajtak Bangla

মাথায় থাকবে না একটাও সাদা চুল, ঘষুন এই পাতা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে ধীরে ধীরে পাক ধরে। চুলে পাক ধরলে বয়স অনেকটা বেশই দেখায়।

বয়স বাড়লে চুল পাকে

কারও কারও ৩০ পেরোতে না পেরোতেই পাকা চুল দেখা যায়। 

কম বয়সেও অনেকের চুল পাকে

তাই সাদা চুল রং করে কালো করতে হয়। কিন্তু এই রং ত্বক এবং চুলের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।

চুলের জন্য এমন রঙ ভাল নয়

বরঞ্চ পাক ধরা চুল ঢাকতে এই পাতা ম্যাজিকের মতো কাজ করে।

এতেই হতে পারে ম্যাজিক

মেহেন্দি পাতার জুরি মেলা ভার। এর প্রাকৃতিক উপাদান পাকা চুল আটকে দেবে। 

কাজ হতে পাঁড়ে মেহেন্দি পাতায়

মেহেন্দি পাতায় আছে অকালপক্কতা রোধের ক্ষমতা। কীভাবে ব্যবহার?

এতে অকালপক্কতা দূর হয়

চুলের ফলিকলে এক ধরনের পিগমেন্ট কোষ থাকে। এর থেকে মেলানিন উৎপাদন হয়, যা চুলের প্রাকৃতিক রং ধরে রাখে। তবে বয়স বাড়লে এই পিগমেন্ট কোষগুলি নষ্ট হয়ে যায়। ফলে চুলে পাক ধরে।

কেন এমন হয়?

তাই সপ্তাহে একবার করে ব্যবহার করুন মেহেন্দি পাতা। কীভাবে? রইল সহজ উপায়।

সপ্তাহে একবার লাগালেই হবে

এক মুঠো মেহন্দি পাতায় সামান্য জল মিশিয়ে ভালো করে বেটে নিন। তারপর পরিমাণ মতো টকদই, অ্যালোভেরা জেল দিয়ে চুলে লাগিয়ে নিন। তারপর ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতেই খেলা ঘুরে যাবে।

কীভাবে বানাবেন?