BY- Aajtak Bangla

বরকে কেন দুধ খাওয়ানো হয় ফুলশয্যার রাতে? জানুন আসল কারণ

20 November  2024

বিয়ে প্রত্যেকের জীবনেই একটা বিশেষ মুহূর্ত। 

বিয়ের প্রথম রাত হল ফুলশয্যা। যা নবদম্পতির জন্য খুবই স্পেশাল। 

ফুলশয্যার রাতে প্রথম কাছাকাছি আসেন নবদম্পতি। 

ফুলশয্যার রাতে বরকে দুধ খাওয়ান কনে। কিন্তু কেন জানেন?

ফুলশয্যার রাতে বরকে দুধ খাওয়ানো প্রাচীন রীতি। 

 বিশেষত, ভারতীয় সংস্কৃতিতে যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে।

হিন্দুধর্মে গরুর দুধকে শুভ বলে মনে করা হয়। তাই দুধ খাওয়ানো হয় বরকে। 

দুধের সঙ্গে কেশর মেশানো হয়। সেই দুধ খাওয়ানো হয় বরকে।  

তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিয়ের অনুষ্ঠানে অনেক ধকল যায়। তাই শরীর চাঙ্গা করতেও দুধ কার্যকরী।