14 June, 2025
BY- Aajtak Bangla
সার দেওয়া ফুলকপি কিনবেন কেন? টবে এভাবে গোছা গোছা কপি ফলান
গরম কালে বিস্বাদ সার দেওয়া ফুলকপি বাজারে মেলে।
ভাল করে খেতে গেলে বাড়িতে টবেই করা যায় এই গাছ।
বড় পাত্র কিংবা টব নিন। সাইজের পাত্র নিন এবং তাতে গোবর সার, বালি, গ্রাম নিম সার আর মাটি মিশিয়ে ভরে নিন।
এর পরে, পাত্রে ২ থেকে ৩ ইঞ্চি গর্ত খুঁড়ে ভাল মানের ফুলকপির বীজ রোপণ করুন।
ফুলকপি গাছে বেশি জল দেবেন না। ফুলকপির গাছে দিনে মাত্র একবার জল দিন।
গাছ ৩-৪ দিন পর মাথা চাড়া দেবে। এক মাস অপেক্ষা করতে হবে।
এর পর গাছে ফুলকপি উঠতে শুরু করবে। ফুলকপি বড় হয়ে গেলে ব্যবহার করতে পারেন।
এমনভাবে সারা বছরই বাড়িতে ফুলকপির চাষ করতে পারেন।
Related Stories
বর্ষাকালে স্বর্গরাজ্য হয় এইসব জায়গা, যেতে খরচও কম
রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান? আজই বাদ দিন এই খাবারগুলি
এই মানুষদের জন্য আলু 'বিষ'! সদগুরু কী বলছেন জানুন
ডিম রান্না করার সময় ৬ ভুল করবেন না, অভিজ্ঞ রাঁধুনির টিপস