BY- Aajtak Bangla

চুলকে পাকতে দেয় না পেয়ারা পাতা, কীভাবে ব্যবহার করবেন?

BY- Aajtak Bangla

03 December, 2024

চুল পাকা আটকাতে পেয়ারা পাতার জুড়ি মেলা ভার। একথা হয়তো অনেকেই জানেন না।

তবে চুল পাকা আটকে দেয় পেয়ারা পাতা। সঠিকভাবে পেয়ারা পাতা ব্যবহার করতে পারলে চুল আর পাকবে না। 

পেয়ারা পাতার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। কোলাজেনের মাত্রা বৃদ্ধি করতে পেয়ারা পাতার জুড়ি মেলা ভার। 

 কীভাবে পেয়ারা পাতা চুলে মাখবেন? প্রথমে এক লিটার জলে কয়েকটা পেয়ারা পাতা ফুটিয়ে নিতে হবে। 

প্রায় ২০ থেকে ২৫ মিনিট ফোটানোর পর সেই জল নামিয়ে নিতে হবে। 

এবার সেই জলকে ঠান্ডা করতে দিতে হবে। তারপর সেই জল ছেঁকে নিতে হবে।

পেয়ারা পাতার সেই জল লাগাতে হবে চুলে শ্যাম্পু করার পর। অথবা চুলে তা স্প্রে করে নিতে পারেন। 

সপ্তাহে ৩ থেকে ৪ দিন শ্যাম্পু করার পর এই জল স্প্রে করতে পারেন। তাহলে চুল পাকবে না। 

আবার চুলের গোঁড়া শক্ত করে এই পেয়ারা পাতার জল। চুল পড়া রোধ করে দেয়।