BY- Aajtak Bangla

এই পাতার জল ঘষুন রোজ, টাকেও গজাবে কুচকুচে কালো চুল 

18 July, 2024

 চুল পড়ে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। অনেকের চুলই পাতলা হয়ে যায়।

কারও কারও আবার অল্প বয়সেই টাক পড়ে যায়। আর তার জেরে মুখ ভার হয়।

টাকে চুল গজাতে কত কী-ই না করেন অনেকে। তবে এই প্রাকৃতিক উপাদান দারুণ কাজ করে।

পেয়ারার পাতা টাকে চুল গজানোর জন্য দারুণ কাজ করে। . .

পেয়ারা পাতা তুলে প্রথমে ভাল করে ধুয়ে নিন।

তারপরে গ্যাসে জল চাপিয়ে তাতে কয়েকটি পেয়ারা পাতা জ্বালিয়ে দিন।

এবার ওই জলটি ছেঁকে নিতে হবে ভাল করে। তারপরে তা বোতলে ভরে রাখুন।

সপ্তাহে দু-তিন বার ওই জল দিয়ে টাকে ভাল করে মাসাজ করুন। দেখবেন হাতেনাতে ফল পাবেন।