BY- Aajtak Bangla

চুল হবে সিল্কি আর স্ট্রেইট, সিক্রেট টিপস পাহাড়ি মেয়েদের

13th January, 2025

চুল নিয়ে কম-বেশি সকলেরই বহু অভিযোগ রয়েছে।

চুল পড়া হোক অথবা চুলে খুশকি কিংবা পাকা চুলের সমস্যা, এইসব নিয়ে রীতিমতো নাজেহাল থাকেন মহিলারা।

দেখে থাকবেন পাহাড়ি মেয়েদের চুল সিল্কি আর স্ট্রেইট হয়। এদের চুলের সমস্যাও সেরকম থাকে না।

দেখা গিয়েছে, পাহাড়ি মেয়েরা তাদের চুলে নিয়মিতভাবে তিলের তেল ব্যবহার করে থাকেন।

এতে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে।

তিলের তেল চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়িয়ে চুলের বৃদ্ধি বাড়ায়। চুল ভেঙে যাওয়া রোধ করে।

তিলের তেলে রয়েছে এমন কিছু উপাদান যা চুল পড়া বন্ধ করে আর অকালে চুল পেকে যাওয়া রোধ করে। খুশকিও দূর করে তিলের তেল।

কীভাবে ব্যবহার করবেন তিলের তেল কিন্তু সরাসরি মাথায় লাগাবেন না। সমপরিমাণ তিলের তেল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো তিলের তেল মিশিয়ে হালকা গরম করে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।