BY- Aajtak Bangla

টাকলা মাথাতেও গজাবে কালো চুল, তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস

31st August, 2024

r

চুল নিয়ে অনেকেই অনেক সমস্যাতে ভোগেন। কারোর পাকা চুলের সমস্যা তো আবার কারোর চুল পড়ার সমস্যা।

আর কোনও কিছু করেই কোনও ফল পাওয়া যায় না। রসনাতৃপ্তিতে ঘিয়ের গুণের কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্ত শুধুই রসনাতৃপ্তি নয়।

ঘি চুলের জন্য বেশ উপকারী। ঘিয়ের মধ্যে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যা চুল পড়া আটকায়।

পাশাপাশি ঘি চুল ঘন করে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘি দিয়ে চুলের যত্ন করবেন।

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ঘি স্ক্যাল্পের অক্সিডেটিভ স্ট্রেস দূর করে। যার ফলে চুল ঘন হয়, মজবুত হয়, নতুন চুল গজায়।

ঘি চুল আর্দ্র রাখে। ফলে যাদের শুষ্ক চুলের সমস্যা, তাদের ঝামেলা অনেকটা কমে যায়।

চুলের মেরামতও করে ঘি। কারণ এর মধ্যে আর্দ্র রাখার সকল উপাদান।

ঘি ভাল করে গরম করে নিন যাতে একেবারে তরল হয়ে যায়। এবার এটি চুলের মধ্যে মাখিয়ে একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। 

১ ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে দুদিন করতে পারেন।

ঘি-এর ম্যাজিকেই নতুন চুল গজাবে। আর চুলও আরও ভাল থাকবে।