BY- Aajtak Bangla
08 AUGUST, 2024
পরিবেশ দূষণের জন্য শরীরের সঙ্গে চুলেরও বিরাট ক্ষতি হচ্ছে বর্তমান সময়।
দূষণের জন্য চুল পরা থেকে খুশকির মত নানা সমস্যা হয়।
এই দূষণের কারণেই ২-৩ দিনের মধ্যেই চুলে আবার শ্যাম্পু করতে হয়।
চুলের যে কোনও সমস্যার সমাধানে ম্যাজিকের মতো কাজ করে শ্যাম্পুর সঙ্গে চিনি।
অবাক হচ্ছেন? শ্যাম্পুর সঙ্গে চিনি কী কী ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, জানুন।
শ্যাম্পুর সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে চুলে লাগালে, পাবেন দারুণ উজ্জ্বলতা।
চুলের আর্দ্রতা কমাতেও ব্যবহার করতে পারেন শ্যাম্পুর সঙ্গে চিনি।
চুল ঝরে যাওয়া আটকাতে ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।
শীতে খুশকি বড় সমস্যা। এটি কমাতেও কার্যকারী এই টোটকা।
চুলের ঘনত্ব বাড়াতে ব্যবহার করতে পারেন শ্যাম্পু ও চিনির এই মিশ্রণ।