BY- Aajtak Bangla
21 JULY, 2024
চুল ঘন ও লম্বা করতে মেয়েরা দামি শ্যাম্পু, সিরাম ও তেল লাগান। যেখানে কিছু ঘরোয়া উপায়েও আপনার চুলও লম্বা হতে পারে।
তিলের তেল ও মেথি দিয়ে সহজেই চুলের দৈর্ঘ্য বাড়ানো যায়। এটি আপনার চুলে ধাপে ধাপে লাগাতে হবে।
মেথির দানাগুলোকে হালকা করে ভেজে গুঁড়ো করে নিন।
তিলের তেলের সঙ্গে মেথি গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার চুলে লাগিয়ে ম্যাসাজ করুন।
আধ ঘণ্টা রেখে তারপর জল ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই প্রতিকার সপ্তাহে দুইবার প্রয়োগ করা যেতে পারে।
নারকেলের দুধ চুলের জন্য ভালো বলে মনে করা হয়। এতে চুল সিল্কি, চকচকে ও লম্বা হয়।
নারকেল দুধ এবং অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। তারপর চুলে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।
২০ মিনিট রেখে, পরিস্কার করে চুল ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি সপ্তাহে ২ থেকে ৩ বার লাগাতে পারলেই বাজিমাত হবে।