BY- Aajtak Bangla
18th September, 2024
কে না চায় বলুন তো লম্বা, ঘন ও মোটা চুল পেতে।
আর তার জন্য আমরা কত কিছুই না করে থাকি। তেল মাখা থেকে শুরু করে নানান ধরনের প্যাক ইত্যাদি।
কিন্তু তাও লম্বা, ঘন চুলের স্বপ্ন অধরাই রয়ে যায়।
অথচ আমাদের মা-দিদিমাদের লম্বা চুল দেখলে আপনি অবাক হবে।
আসলে পুরনো আমলের মানুষের রোজ রাতে শোওয়ার আগে এই একটা কাজ না করে শুতে যেত না।
আজ সেই কাজটার কথাই জানাবো। যেটা করলে একমাসের মধ্যেই চুল বাড়বে তরতরিয়ে।
রোজ রাতে ঘুমানোর আগে কীভাবে চুলের যত্ন নেবেন যাতে চুল ভালো থাকে জেনে নিন।
রোজ রাতে নিয়ম করে চুল আঁচড়াবেন। চুল আঁচড়িয়ে ভালো করে একটা বিনুনি বাঁধবেন।
রোজ রাতে নিয়ম করে তেল দিয়ে চুল ম্যাসাজ করবেন। রাতে চুলে তেল দিলে চুলের গোড়া শক্ত হয়। যেদিন রাতে তেল দেবেন মাথায় পরদিন শ্যাম্পু করে ফেলবেন।
এতে চুলও ভাল থাকে আর চুল বাড়েও দ্রুত। ভেজা চুল নিয়ে কখনই ঘুমাবেন না। এতে চুল ফেটে যায়।