05 NOVEMBER 2025
BY- Aajtak Bangla
;চুল চলে গেলে মাথার ঠিক থাকে না। চুল ঝরতে শুরু করলে চিন্তা বেড়ে যায়। তাই চুল বাঁচাতে করুন এই ট্রিক।
বাড়িতে যদি থাকে চা পাতা, তাতেই অতুলনীয় উপকার মিলবে। তাই চুলে এই পাতা লাগালে টাক ভরবে।
অনেকেই চুল পড়ার সমস্যায় পড়েন এবং এটি আজকাল আরও সাধারণ হয়ে উঠছে।
চুল মজবুত করতে এবং অন্য সব সমস্যা দূর করতে চুলে অনেক কিছু লাগিয়ও কোনও কাজ হয় না?
চা পাতা লাগানো চুলের জন্য খুবই উপকারী।
চা পাতার জল দিয়ে চুল ধুলে চুল ঝকঝকে হয়।
এতে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উন্নত বৈশিষ্ট্য পাওয়া যায়।
এর ফলে চুলও কালো হয় এবং লম্বা হয়।
চা পাতার জল দিয়ে চুল ধুলে তা চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। চা পাতার সঙ্গে মেহেন্দিও লাগাতে পারেন। এছাড়াও চায়ের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে চুলে লাগাতে পারেন।