27 September, 2023

BY- Aajtak Bangla

চুল হবে লম্বা-ঘন, লাগান এই ২ ঘরোয়া জিনিস

চুল হবে লম্বা-ঘন, লাগান এই ২ ঘরোয়া জিনিস

চুলের যত্ন নিতে আজও আমরা নারকেল তেল, জবা ফুল, আমলকি ইত্যাদি ব্যবহার করে থাকি।

কিন্তু সমস্যা হল, চুলের পিছনে সময় ব্যয় করা। সময়ের অভাবে চুলের জন্য পার্লারের দ্বারস্থ হতে হয়।

তবে ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়েই চুলের যত্ন নেওয়া যায়। সময়ও খুব বেশি নষ্ট হয় না।

চুলকে সুন্দর রাখতে ব্যবহার করুন দই ও মেথির হেয়ার মাস্ক। কীভাবে এই মাস্ক বানাবেন? দেখে নিন পদ্ধতি

২-৩ চামচ মেথির দানা জলে সারারাত ধরে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মেথির দানা নরম হয়ে যাবে।

সেটা মিক্সিতে ভাল করে পেস্ট করে নিন। এবার মেথির পেস্টের সঙ্গে ১ কাপ টক দই ভাল করে মিশিয়ে দিন।

তৈরি মেথি ও দইয়ের হেয়ার মাস্ক। আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী মেথি ও দই নিতে পারেন।

হেয়ার মাস্ক লাগানোর আগে চুল ভাল করে আঁচড়ে নিন। চুলের জট ছাড়িয়ে নিন। ৩-৪ ভাগে চুল ভাগ করে নিন।

চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মেথি ও দইয়ের হেয়ার মাস্ক লাগিয়ে নিন। এরপর ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন।

শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। তারপর সালফেট মুক্ত শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন আপনি এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

Next: সকাল ৮ টার আগে ৬ কাজ