3 August, 2024
BY- Aajtak Bangla
বর্ষাতেও চুল ঘন রাখতে চান, এক কোয়া রসুনেই হবে কাজ
বর্ষায় চুলের সমস্যা নিয়ে ভোগা নতুন নয়। তবে সাধারণ ভাবেই এর সমাধান করা যায়।
ঘরে থাকা জিনিস দিয়েই এই কাজ হতে পারে। এমনকি টাকে চুল গজাতেও পারে এই পদ্ধতি জানা থাকলে।
তবে মানতে হবে সহজ কয়েকটি নিয়ম।
সাধারণত চুলে আমরা পেঁয়াজের রস ব্যবহার করি। কিন্তু পেঁয়াজের থেকেই দ্রুত কাজ করে রসুন।
তবে এই রসুন দিয়েই আটকানো সম্ভব চুল পড়া।
কয়েক কোয়া বড় রসুন নিন। ভাল করে রোদে শুকিয়ে নিন। এবার এই রসুনের খোসা ছাড়িয়ে থেতো করুন। সামান্য নারকেল তেলে এবার এই রসুন ভিজিয়ে রাখুন।
এতেই আপনার চুল ভাল থাকবে। নিয়মিত এ কাজ করতে পারলে ঘন চুল পেতে পারেন আপনিও।
Related Stories
সামনের মানুষটির সৎ না মুখোশধারী কীভাবে বুঝবেন? সহজ উপায়
মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে ছোলার ডাল দেয়, তার রেসিপি
দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয়, জানুন
কেন মিষ্টির নাম সন্দেশ? খোদ বাঙালিরাই জানেন না