5th October, 2024
BY- Aajtak Bangla
দিনে ১০০টি চুল পড়াকে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। আবার সেই জায়গায় নতুন চুলও গজিয়ে যায়।
কিন্তু পাতলা, নিষ্প্রাণ চুলের সমস্যা থাকলে তার সমাধান করা বেশ কঠিন।
চুলের জন্য অনেকেই নানা পদ্ধতি অনুসরণ করেন। কেউ কেউ দামি পণ্য ব্যবহার করেও সুফল পান না।
কিন্তু রান্নাঘরেই রয়েছে সমাধান! পেঁয়াজ দিয়েই এ সমস্যা সমাধান যখন করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি৬-ও আছে।
এ ছাড়াও পেঁয়াজে ফলিক অ্যাসিড থাকে। তাই পেঁয়াজ আপনার শরীরে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে।
এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ। আর তাই স্বাস্থ্য ভালো থাকলে আপনার চুলও ভালো থাকবে।
এটি চুলের অকালপক্কতা রোধ করে, চুল পড়া কমায়, চুলে খুশকির সমস্যা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব ফিরিয়ে দেয়।
প্রথমেই একটি বড় পেঁয়াজ নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর সেটি পেস্ট বানিয়ে বা জুসারে দিয়ে পেঁয়াজের রসও বের করে নেয়া যেতে পারে।
পরে পেঁয়াজের রস একটি পাত্রে নিয়ে সেখান থেকে ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে।
আঙুলে সামান্য চাপ দিয়ে মাসাজ করতে হবে। এই মাসাজে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে।
চুলের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়। চুল ভালো থাকে।