12 May, 2024

BY- Aajtak Bangla

রোজ শ্যাম্পু করা কি ক্ষতি? জানুন

নিয়মিত শ্যাম্পুর ব্যবহারে চুল পরিষ্কার হয় ঠিকই, তবে অনেকের চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। 

আমাদের মাথার ত্বকে লিপিড অয়েল থাকে প্রাকৃতিকভাবেই যা চুলের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। 

নিয়মিত শ্যাম্পু ব্যবহারের আরেকটি সুফল হলো, তা চুলকে ঝরঝরে রাখতে সাহায্য করে।

তবে অনেকেরই এমন মনে হয়ে থাকে যে নিয়মিত শ্যাম্পু ব্যবহারের কারণে চুল ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

এদিকে রং করা চুলে নিয়মিত সাধারণ শ্যাম্পু ব্যবহার করলে চুলের রং খুব দ্রুত উঠে যাওয়ার আশঙ্কা থাকে। 

এ জন্য হেয়ার কালার লক শ্যাম্পু ব্যবহার করতে হবে। 

অনেকেরই মাথার ত্বক নিয়মিত শ্যাম্পু করার ফলে চুল রুক্ষ হয়ে যায়। 

সে জন্য রাসায়নিক উপাদানমুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।

এ ধরনের সমস্যায় হারবাল শ্যাম্পু ব্যবহারে উপকার পাবেন।